ফ্যাক্ট চেক: সৌদি রাজপুত্রের সামনে মোদীর ঝুঁকে ক্ষমা চাওয়ার ছবিটি সম্পাদিত
ফ্যাক্ট চেক: সৌদি রাজপুত্রের সামনে মোদীর ঝুঁকে ক্ষমা চাওয়ার ছবিটি সম্পাদিত
- Total Shares
পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের রেশ যেন এখনও কাটছে না। আর এই নিয়ে নিত্য নতুন সোশ্য়াল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হয়েই চলেছে। ফেসবুকে এ বার একটি ছবি বেশ ভাইরাল হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতমস্তকে সৌদির রাজপুত্র মহম্মদ বিন সলমানের সামনে দেখা যাচ্ছে।
ফেসবুক ব্যবহারকারীদের একাংশ ছবিটি শেয়ার করে দাবি করেছেন যে, নবীকে নিয়ে মন্তব্যের কারণে মোদী নাকি সৌদি রাজপুত্রের কাছে ক্ষমা চেয়েছেন। পোস্টটি শেয়ার করে লেখা হয়েছে, "শেষ... মেস... হাত...জোর... করে... মাফ.. চাইতেই...হলো?আমরা ইসলাম।যাই শুনি না কেন কেউ নবীজির নামে খারাপ কথা শুনবেনা।"
ভাইরাল পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্ত করে পেয়েছে যে ভাইরাল দাবিটি মিথ্যে। এই পোস্টে নরেন্দ্র মোদীর ছবিটি কেটে বসানো হয়েছে। আসল ছবিতে নরেন্দ্র মোদী ছিলেন না।
ভাইরাল হওয়া ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে আমরা আসল ছবিটি স্টক ফটো সংস্থা গেটি ইমেজের ওয়েবসাইটে দেখতে পাই। সেই ছবিটি ২০১৭ সালের ২৪ আগস্ট আপলোড করা হয়েছিল। আসল ছবিতে কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে দেখা যাচ্ছে না। সেখানে কেবল সৌদির রাজপুত্র মহম্মদ বিন সলমান এবং চিনের ভাইস প্রিমিয়ার ঝাঙ্গ গাওলিকে দেখতে পাওয়া যাচ্ছে।
ছবিটির বিবরণে লেখা হয়, জেদ্দায় একটি বৈঠকের সময় এই ছবিটি তোলা হয়। বৈঠকে মহম্মদ বিন সলমান ঝাঙ্গ গাওলিকে হাজির ছিলেন। এর থেকেই কার্যত পরিষ্কার হয়ে যায় যে ভাইরাল ছবিটিতে কারসাজি করা হয়েছে।
একই ছবি আমরা একটি ব্রিটিশ সরকারি ওয়েবসাইটে দেখতে পাই। সেই ছবিটিতে লেখা হয়, দুই দেশের মধ্যে পেট্রোকেমিক্যাল প্রকল্পের সহযোগিতা সম্পর্কিত চুক্তি সাক্ষরিত হয়। এর পাশাপাশি পারস্পরিক বিনিয়োগ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়।
সুতরাং, এর থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারসাজির মাধ্যমে নরেন্দ্র মোদীর ছবিটি এখানে বসানো হয়েছে। এবং এই দাবির কোনও সত্যতা নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false