না, ছবিটির সঙ্গে মরক্কোর কোনও সম্পর্ক নেই
যুক্তরাষ্ট্রের এক পথ দুর্ঘটনায় আহত শিশুর ছবি এটি
- Total Shares
এবার সোশ্যাল মিডিয়াতে একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে দাবি করেছেন, "চারদিনের দিনের মাথায় মরক্কোর শিশু রায়ান ১০১ ফুট গভীর কুপ থেকে উদ্ধার হলো ঠিকই, কিন্তু শেষ রক্ষা হলো না। কুপে পড়ে যাওয়ার সময় মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে শেষ নিশ্বাস ত্যাগ করেছে।"ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা প্রথমে খুঁজে দেখি যে মরোক্কোর এই রায়ান নামের শিশুটি আসলে কে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দোসরা ফেব্রুয়ারি পাঁচ বছরের একটি শিশু একটি মরোক্কতে একটি কুয়োর মধ্যে পড়ে যায়। ছেলেটির নাম রায়ান ওরাম। তার বাবা এই কুয়োটি মেরামতের কাজ করছিল সেই সময়ে সে দুর্ঘটনাটি ঘটে। অবশেষে, বহু কষ্টের পর ৫ই ফেব্রুয়ারি রায়ানকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু উদ্ধারের পরেই তাকে মৃত্য বলে ঘোষণা করা হয়। এই প্রতিবেদনগুলোর সঙ্গে একটি টুইটার হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া হয়েছে। যেখান রায়ানের ছবি টুইট করা হয়েছে। বলাইবাহুল্য, সেই ছবিটির সঙ্গে ভাইরাল পোস্টের ছবিটির কোনও মিল নেই।
Just a few minutes ago, the world was overwhelmed with joy and now tremendous grief. Heartbroken. I’m so sorry, Rayan. May Allah grant you the highest rank in Jannat ul Firdaus and grant your parents sabr. Ameen. #SaveRayan pic.twitter.com/V1X39xwnyS
— Miraal ♡ (@kaalakawwa234) February 5, 2022
ভাইরাল ছবিটি কার, তা নিশ্চিত করতে এবার আমরা ছবিটিকে রিভার্স সার্চ করি।
দেখা যাচ্ছে ছবিটি, আরমানি গঞ্জালেজ নামের একটি বালকের। জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছিল আরমানি। তবে, এই দুর্ঘটনায় তার বাবা ও ঠাকুমা গুরুতর আহত হলেও তার চোট খুব একটা গুরুতর ছিল না। কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এই শিশুটিকে।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম ছবি সহ এই খবরটি প্রকাশ করেছিল।
সুতরাং এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false