ফ্যাক্ট চেক- বৌদ্ধ সন্ন্যাসীর এই ছবি ছড়ালো ভিত্তিহীন গুজবের সঙ্গে
ভাইরাল ছবিটি কোনো ২০০ বছরের সন্ন্যাসীর নয়
- Total Shares
সম্প্রতি সমাজ মাধ্যমে এক বৃদ্ধ সন্ন্যাসীর ছবি বেশ ভাইরাল হয়েছে। ফেসবুকে এই ছবি পোস্ট করে বলা হয়েছে ইনি প্রায় দুশো বছরের বেশি বয়স্ক এক বৌদ্ধ সন্ন্যাসী যাকে নেপালের হিমালয়ের এক গুহা থেকে উদ্ধার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা " #গতকাল_রাতে_নেপালের_কিছু আর্কিওলজিস্ট ও নেপাল পুলিশের চালানো সম্মিলিত অভিযানে হিমালয়ের অত্যন্ত দুর্গম অঞ্চলের এক পাহাড়ি গুহা থেকে এই প্রাচীন বৌদ্ধ ভিক্ষুকের শরীর উদ্ধার হয়েছে। মেডিক্যাল টিম পরীক্ষা করে জানিয়েছে যে শরীরের ভেতর প্রাণ এখনো বর্তমান। তবে ফরেনসিক টিমের বক্তব্য অনুযায়ী এই বৌদ্ধ ভিক্ষুক বর্তমানে সজ্ঞানে নেই। ধ্যানরত অবস্থায় তিনি সমাধি লাভ করেছেন, অর্থাৎ শরীরের ভেতর প্রাণ থাকলেও জ্ঞান নেই। নেপালের প্রাচীন ইতিহাস অনুযায়ী এই অবস্থাকে "দাচোকাবো" বলা হয়ে থাকে। ফরেনসিক টিম আরো জানায় যে এই ব্যক্তির বয়স প্রায় 250 থেকে 300 বছরের মধ্যে হতে পারে। তাদের অনুমান এই ব্যক্তি প্রায় দুশো বছরের ওপর ধরে এইভাবে ধ্যানরত অবস্থায় রয়েছেন।"
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) খুঁজে পেয়েছে যে ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর। ছবিটি একজন বৌদ্ধ সন্ন্যাসীর যিনি ৯২ বছর বয়সে ব্যাংককের একটি হাসপাতালে দেহত্যাগ করেন।
ভাইরাল ছবিটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ভাইরাল ছবিটিতে রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ছবিটির আসল তথ্য জানতে পারি। ভাইরাল ছবিটি ২০১৮ সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক খবরের ওয়েবসাইটের প্রতিবেদনে প্রকাশিত হয়।
এইসব প্রতিবেদন মোতাবেক লুয়াং ফোর পিয়ান নামক থাইল্যান্ডের এক বৌদ্ধ ধর্মগুরু ২০১৭ সালে অসুস্থ অবস্থায় ৯২ বছর বয়সে ব্যাংককের একটি হাসপাতালে দেহত্যাগ করেন। তারপর মৃত্যর দুমাস পর শিষ্যরা তাঁর পার্থিব শরীর কফিন থেকে বের করেন পরনের কাপড় বদলানোর জন্য। এই সময় অনেকেই তাঁর মুখে একরকম হাসি লক্ষ্য করেন বলে এই নিউস রিপোর্টগুলিতে লেখা হয়েছে।
এবিষয়ে আমরা নিশ্চিত কিছু বলতে না পারলেও , এ কথা স্পষ্ট ভাবে বলা যায় , ভাইরাল দাবিটি একেবারেই মিথ্যা। এটি কোনো ২০০ বছর বয়সী বৌদ্ধ সন্ন্যাসীর ছবি নয় , ব্যাংককের ৯২ বছর বয়সী মৃত এক বৌদ্ধ সন্ন্যাসীর দেহ।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false