ফ্যাক্ট চেক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নিগ্রহ দাবী করে ভাইরাল ২০১৬ সালের ভিডিও
বিভ্রান্তিকর কথা লিখে নেটিজেনরা এই ভিডিওকে সম্প্রতি পোস্ট করলেন
- Total Shares
একজন ব্যক্তিকে নিগ্রহের এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরা ভাইরাল সেই ভিডিওকে পোস্ট করে লেখেন, "এটাই ছিল নরেন্দ্র মোদির প্রাপ্য#কেন্দ্রীয়_মন্ত্রী_হর্ষবর্ধন --- জনতার রোষানলে কি হাল করেছে দিল্লির জনতা !! জনতার আন্দোলন শুরু হলো মাত্র! এটাতো টেলার সামনে আরো কিছু হবে"।
এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভিডিওতে দেখতে পাওয়া ২০১৬ সালের পশ্চিমবঙ্গের এক ঘটনার সাথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কোনো সম্পর্ক নেই।
ভাইরাল এই ভিডিওর কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করে আমরা সংবাদসংস্থা "এএনআই"য়ের ইউটিউব চ্যানেলে থাকা ২০১৬ সালের এক ভিডিওকে খুঁজে পাই।
ওই ভিডিওর সাথে উল্লেখ করা হয়, সেসময় তৃণমূল সমর্থকেরা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আক্রমণ করে।
আমরা এরপর কীওয়ার্ড সার্চ করে সেবছরের অক্টোবরের ২০ তারিখে প্রকাশিত "এনডিটিভি"র এক প্রতিবেদনকে খুঁজে পাই।সেখানে বলা হয়, ভিডিওতে প্রহৃত হতে দেখতে পাওয়া ব্যক্তিটি হলেন প্রবীণ স্থানীয় বিজেপি নেতা সুব্রত মিশ্র।
তাছাড়া, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও সম্প্রতি ভাইরাল সেই ভিডিওর কিছু স্ক্রীনশট সমেত টুইটারে এক পোস্ট করে লেখেন ২০১৬ সালের এই ভিডিওর সাথে তার কোনো সম্পর্ক নেই।
सोशल मीडिया का दुरुपयोगपिछले कुछ दिनों में, मुझसे जोड़कर एक वीडियो वायरल किया जा रहा है,जो कि #Fake हैयह #Fake वीडियो अक्टूबर 2016 का है जब आसनसोल, बंगाल में तृणमूल कांग्रेस समर्थकों ने एक स्थानीय नेता के साथ मारपीट की थीवीडियो का मुझसे कोई संबंध नहींhttps://t.co/lIpkBF0Cf9 pic.twitter.com/xi18LSjDrB
— Dr Harsh Vardhan (@drharshvardhan) October 3, 2020
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ২০১৬ সালের পশ্চিমবঙ্গের এক স্থানীয় বিজেপি নেতার নিগ্রহের ভিডিওর সাথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false