দক্ষিণ অস্ট্রেলিয়ার ছবি মদিনার ছবি বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল
অপূর্ব সুন্দর একটি রাস্তার ছবি পোস্ট করে দাবি, রাস্তাটি মদিনার
- Total Shares
একটি অপূর্ব রাস্তার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে দাবি করেছেন, "ছবিটি সৌদি আরবের মদিনার।"
একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে ইনস্টাগ্রামে একই রাস্তার অন্য একটি ছবি খুঁজে পাই।
View this post on Instagram
এখানে বলা হচ্ছে ছবিটি সেপেল্টসফিল্ড রোড ( Seppeltsfield Road) নামের একটি রাস্তার। এই রাস্তাটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বারোসা ভ্যালিতে রয়েছে।
এটিকে সূত্র ধরে আমরা এবার রাস্তাটির নাম ধরে একটি কিওয়ার্ড সার্চ করি। এবং, ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবিটি একটি ওয়েবসাইটে খুঁজে পাই।
এখানেও বলা হচ্ছে ছবিটি দক্ষিণ অস্ট্রেলিয়ার রাস্তাটি সেপেল্টসফিল্ডে অবস্থিত।
সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false