ফ্যাক্ট চেক: দিল্লির সাম্প্রতিক হিংসার সঙ্গে এই ভাইরাল পোস্টটির কোনও সম্পর্ক নেই
পুরনো ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
দিল্লির জাফরাবাদ এলাকায় সাম্প্রতিক হিংসার খবরের মধ্যে ফেসবুকে এক পুলিশকর্মীর ছবি সহ একটি পোস্ট ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পিছন থেকে হাতে পাথর নিয়ে রয়েছেন এই পুলিশকর্মী। পোস্টটিতে হিন্দিতে দাবি করা হয়েছে, বিজেপি শাসিত কেন্দ্র সরকারের পুলিশের এই ক্রূর চেহারা। নিজেরা পাথর ছুড়ছে , আর শান্তিপূর্ণ বিরোধপ্রদর্শনকারীদের বদনাম করা হচ্ছে।
'অরবিন্দ কেজরিওয়াল ফ্যানস গ্রুপ" এ "ওয়ামীক আব্বাস" নামের এক ব্যবহারকারী এটি পোস্ট করেন।
পোস্টটি আর্কাইভ হয়েছে এখানে।
আফওয়ার পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে এটি একটি বিভ্রান্তিকর পোস্ট। এই ভাইরাল ছবিটি প্রায় সাত বছরের পুরোনো। দিলির সাম্প্রতিক হিংসার ঘটনার সঙ্গে এই ছবিটির কোনও সম্পর্ক নেই।
রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা জানতে পারি এই ছবিটি বেশ কিছু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে। ২০১৭ সালে টুইটার ব্যবহারকারী "বাসুকি ভাস্কর" এই ছবিটির সঙ্গে আরও কিছু ছবি পোস্ট করেন এবং সেখানে তিনি #তামিলিয়ান লেখেন।
There is good .. bad .. ugly everywhere. Let's jus take the good. N let's jus continue 2spread love always. ❤️????????#tamilian pic.twitter.com/BCOmbK0IYd
— vasuki bhaskar (@vasukibhaskar) January 24, 2017
আমরা খুঁজে পাই ২০১৩ সালে "নির্মলগিরি কলেজ এস এফ আই" নামের একটি ফেসবুক পেজেও এই ছবিটি পোস্ট করা হয়।
ছবিটি কবেকার এবং কোথাকার, আমরা নিশ্চিত ভাবে এ ব্যাপারে কিচ্ছু বলতে পাচ্ছি না। কিন্তু যেহেতু এই ছবিটি ২০১৩ সালেও ইন্টারনেটে ছিল, সুতরং বোঝা যাচ্ছে এর সাথে দিল্লির সাম্প্রতিক হিংসার কোনো যোগাযোগ নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false