ফ্যাক্ট চেক: পশ্চিমবঙ্গের দাবী করে ভাইরাল বাংলাদেশের আবাসন প্রকল্পের এই ছবি
মমতা ব্যানার্জির 'আমার বাড়ি' প্রকল্পের নাম করে শেয়ার করা হল এই ছবি
- Total Shares
সামনেই এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।বাংলার মানুষের কাছে কাজের খতিয়ান তুলে ধরতে তাই উঠেপড়ে লেগেছে সমস্ত রাজনৈতিক দলই।
এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 'আমার বাড়ি' প্রকল্পের নাম করে সমাজ মাধ্যমে ভাইরাল হয় কিছু আবাসনের এক ছবি।
আবাসনের সেই ভাইরাল ছবির এক অংশে মমতার ছবি ব্যবহার করে লেখা হয়, "দিদি'র আমার বাড়ি প্রকল্পে ফ্ল্যাটের চাবি পেলেন গল্ফ গ্রিনের বস্তিবাসীরা"।
এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখে, বাংলাদেশের কক্সবাজারে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে নির্মিত বাড়ির এই ছবির সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০২০ সালে প্রকাশিত "বাংলা ট্রিবিউন", "যুগান্তর" ও "একুশে টিভি"র কিছু প্রতিবেদনে খুঁজে পাই।
ওই প্রতিবেদনগুলি অনুযায়ী, বাংলাদেশের কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ফ্ল্যাটগুলিকে এই ছবিতে দেখতে পাওয়া যায়।১৯৯১ সালে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভিটেমাটি হারানো উদ্বাস্তুদের জন্য এই প্রকল্প বলেও সেখানে রিপোর্ট করা হয়।
"বিডি নিউজ ২৪" এর সেসময়ের এক প্রতিবেদনেও আমরা সেই প্রকল্পের আওতায় নির্মিত ফ্ল্যাটগুলির আরো কিছু ছবি আমরা খুঁজে পাই।
একে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা ফ্ল্যাটগুলির অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য গুগল ম্যাপসে সার্চ করে "নাহিদ খান" নামে এক ব্যবহারকারীর এক ছবি দেখতে পাই।
প্রতিবেদনগুলিতে ব্যবহৃত ছবির সাথে সেই ব্যবহারকারীর ছবিতে দেখতে পাওয়া একটি ফ্ল্যাটের উপরেও "গুলমোহর" লেখাটি লক্ষ্য করা যায়।
এরপর আমরা কলকাতার স্থানীয় সংবাদদাতা জ্যোতির্ময় দত্তর সাথে যোগাযোগ করে 'আমার বাড়ি' প্রকল্পে গল্ফ গ্রিনের বস্তিবাসীদের ফ্ল্যাট পাওয়ার বিষয়ে জানার চেষ্টা করি।
তিনি আমাদের 'আমার বাড়ি' প্রকল্পে গল্ফ ক্লাব রোড সংলগ্ন এলাকায় ঝোড়োবস্তির বাসিন্দাদের ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সেই আবাসনগুলির এক ছবি পাঠান।
এখানে সেই আবাসনগুলিকে দেখতে পাওয়া যাবে।
এর থেকে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের কক্সবাজারে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে নির্মিত বাড়ির এই ছবির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false