১০০ মিনিট নয়, কাতার বিশ্বকাপের ম্যাচগুলো ৯০ মিনিট ধরেই হবে
কাতার বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে
- Total Shares
কাতারে আয়োজিত হতে চলেছে পরবর্তী ফুটবল বিশ্বকাপের আসর। আর, এই বিশ্বকাপ ঘিরেই এবার একটি দাবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া জুড়ে।
এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে দাবি করেছেন, "ফিফা কাতার বিশ্বকাপে ম্যাচের সময়সীমা ৯০ মিনিট থেকে ১০০ মিনিটে এ রূপান্তর করতে যাচ্ছে।"
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
এই পোস্টে দাবি করা হয়েছে যে Corriere dello sport নামের একটি ওয়েবসাইটে এই দাবিটি প্রথম করা হয়েছে।
তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে দেখি বেশ কিছু প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
এই প্রতিবেদনগুলোতে দাবি করা হচ্ছে যে সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে যে একটি ৯০ মিনিটের ম্যাচে মূল খেলার সময়ে কিন্তু অনেকটাই কমে যায়। তাই ম্যাচের সময়সীমা ১০ মিনিট বৃদ্ধির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু এর পরেই ফিফার তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরণের কোনও সিদ্ধান্ত ফুটবলের নিয়ামক সংস্থা নেয়নি।
FIFA StatementFollowing some reports and rumours spread today, FIFA would like to clarify that there will be no changes to the rules regarding the length of football matches for the FIFA World Cup Qatar 2022™️ or any other competition.
— FIFA Media (@fifamedia) April 6, 2022
সুতরাং এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false