ফ্যাক্ট চেক: সম্প্রতি হওয়া কৃষক প্রতিবাদের সাথে জুড়ে ভাইরাল সাত বছরের পুরোনো ছবি
নেটিজেনদের অনেকেই কৃষি বিল সংক্রান্ত প্রতিবাদের আবহে এই ছবিকে শেয়ার করেছেন
- Total Shares
সম্প্রতি কৃষি বিল সংক্রান্ত বিতর্কের জেরে উত্তপ্ত হয়েছে দেশের রাজনীতি, প্রতিবাদে মুখর হয়েছেন বহু কৃষক।
এরই মধ্যে এক বন্দুকধারী নিরাপত্তাকর্মীর দিকে একজন ব্যক্তির ইঁট উঁচিয়ে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকে কৃষি বিল সংক্রান্ত বিরোধের আবহে এই ছবিকে "কৃষক বিরোধী নরেন্দ্র মোদী" হ্যাশট্যাগ সমেত পোস্ট করেন।
मत मारो गोलियो से मुझे मैं पहले से एक दुखी इंसान हूँ,मेरी मौत कि वजह यही हैं कि मैं पेशे से एक किसान हूँ.#kishanVirodhiNarendraModi pic.twitter.com/FHZZZNe49N
— MumbaiYouthCongress (@IYC_Mumbai) September 20, 2020
এমন কিছু পোস্টের আর্কাইভকে এখানে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই সাত বছরের পুরোনো ছবির সাথে সম্প্রতি হওয়া কৃষকদের প্রতিবাদের কোনো সম্পর্ক নেই।
এই ছবিকে আমরা রিভার্স সার্চ করে ২০১৩ সালের 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' ও 'দ্য পায়োনিয়ারে'র দুটি প্রতিবেদনে খুঁজে পাই।
ওই প্রতিবেদনগুলিতে এই ছবিকে ব্যবহার করে সেসময় উত্তরপ্রদেশের মীরাটের খেদা গ্রামে হওয়া গ্রামবাসীদের এক প্রতিবাদের বিষয়ে লেখা হয়।ওই এলাকার স্থানীয় বিজেপি বিধায়ক সংগীত সোমকে মুজফফরনগর দাঙ্গার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ও তার উপর জাতীয় সুরক্ষা আইন (এনএসএ) চাপানোর কারণে সেই প্রতিবাদটি হয়েছিল।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০১৩ সালে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও কেন্দ্রে ইউপিএর সরকার ছিল।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই সাত বছরের পুরোনো ছবির সাথে সাম্রতিক কৃষকদের প্রতিবাদের কোনো সম্পর্ক নেই।যদিও হরিয়ানার কুরুক্ষেত্রে এবছরের সেপ্টেম্বরের ১০ তারিখে কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জ করার খবর পাওয়া যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false