না, ১২ই মে থেকে স্কুল খোলার নির্দেশ মমতা বন্দোপাধ্যায় দেননি
গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ নিয়ে বিভ্রান্তিকর দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
- Total Shares
এবার সরকারি বিদ্যালয়গুলোর গ্রীষ্মকালীন ছুটি নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো।
এক ফেসবুক ব্যবহারকারী একটি টেলিভিশন চ্যানেলের খবরের স্ক্রিনশট পোস্ট করেছেন যেখানে বলা হচ্ছে ১২ই মে থেকে সমস্ত স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে মূল খবরটি খুঁজে পেয়েছি। খবরটি ২৭শে এপ্রিল আপলোড করা হয়েছিল। দেখা যাচ্ছে, ফেসবুক ব্যবহৃত স্ক্রিনশটটি মর্ফ করা।
ইউটিউব ভিডিওটির দেখলেই বোঝা যাবে যে ভাইরাল স্ক্রিনশটটি মর্ফ করা। খবরে বলা হয়েছিল যে ২মে থেকে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এর পর আমরা পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে দেখি এই সাংবাদিক সম্মেলনের ঠিক একদিন পরে, অর্থাৎ ২৮শে এপ্রিল, একটি বিজ্ঞপ্তি জারি করে গ্রীষ্মকালীন ছুটির কথা ঘোষনা করে হয়েছেন।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২ মে, ২০২২, থেকে ১৫ জুন, ২০২২, পর্যন্ত বন্ধ থাকবে।বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা উচ্চ শিক্ষা পর্ষদের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করি। উচ্চ শিক্ষা পর্ষদের দপ্তর থেকে আজ তক-কে বলা হয়েছে, "গ্রীষ্মকালীন ছুটি ১৫ই জুন অবধি বলবৎ রয়েছে। আর নতুন করে কোনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি।"
সুতরাং, এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false