ফ্যাক্ট চেক: বিজেপি ক্ষমতায় আসলে শুভেন্দুকে বের করে দেব, এমন মন্তব্য করেননি দিলীপ ঘোষ
অনেকেই এই ছবিকে সম্প্রতি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
দরজায় কড়া নাড়ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন।কিছুদিন আগেই বঙ্গ রাজনীতিতে দলবদলের অন্যতম নজির হিসেবে প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করে এসেছিলেন খবরের শিরোনামে।
এরই মধ্যে সেই শুভেন্দুকে নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য দাবী করে এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এবিপি আনন্দের নাম ও লোগো ব্যবহার করে ভাইরাল সেই ছবিতে লেখা হয়, "বিজেপি ক্ষমতায় আসার পর শুভেন্দুকে ঘাড় ধরে বের করবো।বক্তা-দিলীপ ঘোষ"।
এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখে, এডিট করে এই ছবিকে তৈরি করা হয়েছে।এবিপি আনন্দের তরফ থেকে এমন কোনো খবর প্রচার অথবা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তরফ থেকে এধরণের কোনো মন্তব্য করা হয়নি।
প্রথমে কীওয়ার্ড সার্চ করে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এধরণের কোনো মন্তব্য আমরা বিশ্বাসযোগ্য সূত্র থেকে ইন্টারনেটে খুঁজে পাইনি।
এরপর আমরা ভাইরাল স্ক্রিনশটে থাকা তারিখ ও সময়ের অংশটিকে লক্ষ্য করে এবিপি আনন্দের সম্প্রচারিত অনুষ্ঠানের অংশটিকে এবছরের ফেব্রুয়ারির ৬ তারিখের এক নিউজ বুলেটিনে খুঁজে পাই।
এখানে এবিপি আনন্দের সম্প্রচারিত অনুষ্ঠানের অংশের সাথে ভাইরাল স্ক্রিনশটের সাথে তুলনা করা হল।
এছাড়াও, ভাইরাল ছবিতে থাকা দিলীপ ঘোষের মন্তব্যের অংশটির ফন্টের সাথে এবিপি আনন্দের সম্প্রচারিত অনুষ্ঠানের লেখার বিশেষ পার্থক্যও সেখানে লক্ষ্য করা যায়।
শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের খবরটির বিষয়ে জানতে ইন্ডিয়া টুডের তরফ থেকে এবিপি আনন্দ ও দিলীপ ঘোষ উভয়ের সাথেই যোগাযোগ করা হয়।
দিলীপ ঘোষ এই দাবীকে "ভিত্তিহীন" বলে জানান, এধরণের কোনো মন্তব্য তার তরফ থেকে করা হয়নি।
এবিপি আনন্দের তরফ থেকেও ভাইরাল ছবিতে উল্লেখিত খবর সম্প্রচারণের বিষয়টিকে নাকচ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, শুভেন্দু অধিকারীকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের খবরের এই ছবিটিকে এডিট করে তৈরি করা হয়েছে।এবিপি আনন্দের তরফ থেকে এমন কোনো খবর প্রচার অথবা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তরফ থেকে এধরণের কোনো মন্তব্য করা হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false