ফ্যাক্ট চেক: দিল্লিতে দাঙ্গা চলাকালীন ডিসিপি কে নিয়ে ভুয়ো খবর ছড়ালো সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরটি ভাইরাল সুস্থ আছেন আহত ডিসিপি
- Total Shares
এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মাইকেল উইচ একটি পোস্টকার্ড-এ হিন্দিতে একটি লেখা পোস্ট করেন, রতন লালের পর এবার ডিসিপি অমিত শর্মাও আর রইলেন না। দিল্লীতে সাম্প্রতিক হিংসার প্রেক্ষিতে এই পোস্ট।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম দেখেছে দাবিটি ভুয়ো।
ডিসিপি অমিত শর্মা দিল্লিতে হিংসা চলাকালীন গুরুতরভাবে আহত হন। কিন্তু এই সোশ্যাল মিডিয়া পোস্টটি সঠিক নয়। ইন্ডিয়া টুডে জেনেছে ডিসিপি আসলে ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। ২৫ তারিখ সকালেই এএনআই একটি টুইট করে জানায় যে ডিসিপি অমিত শর্মা ভালো আছেন।
Delhi: Shahdara DCP Amit Sharma, who was injured during clashes between two groups in Gokulpuri yesterday, is now conscious. He underwent a surgery last night at a hospital and his CT Scan was done this morning. He is safe and out of danger. https://t.co/PGnqb5R6BO pic.twitter.com/bm9JnmkiAX
— ANI (@ANI) February 25, 2020
এছাড়াও অনেকগুলি নিউজ মিডিয়া এব্যাপারে রিপোর্ট প্রকাশ করেছে। জি নিউজ জানিয়েছে অসুস্থ ডিসিপি-এর সঙ্গে ফোনে কথা বলেছেন গৃহমন্ত্রী অমিত শাহ। তিনি ডিসিপি-কে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
এর আগে ইন্ডিয়াটুডে, আজতক ছাড়াও অনেকগুলি মিডিয়া অমিত শর্মার মারা যাওয়ার খবরটি ভুয়ো বলে প্রতিবেদন প্রকাশ করে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false