ছবি দুটি কি সিআরপিএফ জওয়ানদের বিবর্তনের প্রমান বহন করছে?
দাবি, প্রথম ছবিটি ২০১২ সালের দ্বিতীয়টি ২০২২ সালের
- Total Shares
দেশের সুরক্ষা বাহিনীর দুই জওয়ানের ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে।
এক ফেসবুক ব্যবহারকারী এই দুটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "প্রথম ছবিটি কেন্দ্রীয় সরকারের সিআরপিএফ জওয়ানের। ২০১২ সালে তোলা। দ্বিতীয় ছবিটিও সিআরপিএফ জওয়ানের। ২০২২ সালে তোলা।"
ছবি দুটি পোস্ট করে আরও দাবি করা হয়েছে, "কেন্দ্রীয় বাহিনীর এই পরিবর্তন বছর ২৫ আগে দরকার ছিল, কারণ বহু হামলায় বহু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দের শহিদ হতে হয়েছে।"
একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
প্রথম ছবি
তদন্তে নেমে সবার আগে আমরা প্রথম ছবিটি রিভার্স সার্চ করে ছবিটির সূত্র খুঁজে দেখার চেষ্টা করি।
দেখা যাচ্ছে, প্রথম ছবিটি আল্যামি ওয়েবসাইটে ২০১২ সালে পোস্ট করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছে ছবিটি শ্রীনগরের। কার্ফু চলাকালীন এই সিআরপিএফ জওয়ান এক মহিলার পরিচয় খতিয়ে দেখছেন।
এখন প্রশ্ন সিআরপিএফ জওয়ানদের ইউনিফর্মের রঙ কি পরিবর্তন হয়ে দ্বিতীয় ছবিতে যে পোশাক দেখা যাচ্ছে সে রকম হয়েছে। কিন্তু ইউটিউবে দূরদর্শন ২০২১ সালের ২৩শে ডিসেম্বর সিআরপিএফ-এর প্যারাডের যে ভিডিও পোস্ট করেছে তাতে কিন্তু সিআরপিএফ-এর পোশাকের সঙ্গে প্রথম ছবিটির জওয়ানের পোশাক হুবহু মিলে যাচ্ছে।
দ্বিতীয় ছবি
এখন প্রশ্ন হলো দ্বিতীয় ছবিটি কোথাকার?
রিভার্স সার্চ করে আমরা দ্বিতীয় ছবিটি গেটি ইমেজের ওয়েবসাইটে খুঁজে পাই। ২০২১ সালে পোস্ট করা সেই ছবিতে দাবি করা হয়েছে যে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক সিআরপিএফ কম্যান্ডো রাষ্ট্রীয় রঙ্গশালা ক্যাম্পে পাহারা দিচ্ছেন।
প্রথম ছবিতে জওয়ান বলা হলেও এই ছবিতে কিন্তু কমান্ডো বলা হচ্ছে। এখান থেকে আমাদের মনে সন্দেহের উদয় হয়।
দ্বিতীয়ত, ফেসবুক পোস্টে যে দ্বিতীয় ছবিটি ব্যাবহার করা হয়েছে সেটি অনেকটা ক্রপ করা। কিন্তু, গেটি ইমেজের ছবিটি কে জুম করে আমরা দেখতে পাই যে এই কম্যান্ডোর বাহুতে লেখা রয়েছে ভ্যালি কিউ এটি।
অর্থাৎ, এটি কোনও এক বিশেষ ধরণের নিরাপত্তা বাহিনীর ছবি।
ভ্যালি কিউএটি কী?
আমরা কিওয়ার্ড সার্চ করে এএনআই-এর একটি প্রতিবেদন খুঁজে পাই। যেখান থেকে এই ভ্যালি কিউ এটি সম্পর্কে মোটামুটি একটি আভাস পাওয়া যায়।
বলা হচ্ছে, একটি সিআরপিএফ-এর একটি বিশেষ বাহিনী। এই বাহিনীতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডাররা রয়েছেন যাঁরা মূলত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীকে সাহায্য করে থাকে।
সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য। দুটি ছবি সিআরপিএফ-এর হলেও এর থেকে প্রমাণিত হয়না যে বিগত কয়েকবছরে সিআরপিএফ-এর পরিবর্তন ঘটেছে ,কারণ ছবি দুটি সিআরপিএফ-এর দুটি ভিন্ন ইউনিটের।