না, নায়াগ্রা জলপ্রাতের আলোকসজ্জার সঙ্গে বাংলাদেশের বিজয়দিবসের কোনও সম্পর্ক নেই
দাবি, বিজয় দিবসকে সম্মান জানাতে আলোকসজ্জায় সেজেছিল কানাডার নায়াগ্রা জলপ্রাত
- Total Shares
প্রতিবছরের মতো এবারও ১৬ই ডিসেম্বর উদযাপিত হয়েছে বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনেই বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীরকাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল বাংলদেশের পাক বাহিনী। তাই শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন জায়গায় মহা সমারোহে উদযাপিত হয়ে থাকে এই দিনটি।
এ বছর আবার বাংলদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন। তাই আবেগটা যেন একটি বেশিই।
আর, এরই মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি পোস্ট ভাইরাল হলো।
এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "বাংলদেশের বিজয় দিবসকে সম্মান জানাতে কানাডার নায়াগ্রা জলপ্রাতকে সাজানো হয়েছে।"
একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখতে পাবেন এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
নায়াগ্রা নদের উপর অবস্থিত এই নায়াগ্রা জলপ্রাত। কানাডার ওন্টারিও শহর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মাঝে অবস্থিত এই জলপ্রাত।
এই পোস্টে বলা হচ্ছে যে কানাডার নায়াগ্রা ফলসে এই আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিল। তাই আমরা ইন্টারনেটে কানাডার নায়াগ্রা জলপ্রাতের ওয়েবসাইট খুঁজে বের করি।
দেখা যাচ্ছে, এই জলপ্রাতে প্রতিদিন সন্ধ্যেবেলায় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। কবে কোন থিমের উপর আলোকসজ্জা করা হচ্ছে তার একটি পূনাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে।
কিন্তু সেখানে আমরা বাংলাদেশ বিজয় দিবসের কোনও উল্লেখ পাইনি।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই রঙের আলোকসজ্জার কারণ কী?
আমরা এরপর কিওয়ার্ড সার্চ করে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাই। সেখানে বলা হচ্ছে, প্রতিবছর ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ক্রিস্টমাসের আগে এই ধরণের লাল ও সবুজ রঙের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়ে থাকে।
নায়াগ্রা ফলসের বিভিন্ন ধরণের আলোকসজ্জার ছবি আমরা এর পর এই ওয়েবসাইটে খুঁজে পাই।
সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false