ফ্যাক্ট চেক: ম্যাগিতে বীফ মশলা দিয়ে বিক্রি করা হচ্ছে ভারতে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টটি
- Total Shares
৬ মার্চ মনোজিৎ সূত্রধর নামের এক এক ফেসবুক ব্যবহারকারী একটি মাগির প্যাকেটের ছবি পোস্ট করে তার উপরে বড় করে 'বয়কট' শব্দটি লিখেছেন।
সঙ্গে ক্যাপশন, 'হিন্দু দাদা, দিদি, মা বোনেদের কাছে অনুরোধ বয়কট করুন মেগী ????????মেগীতে (ম্যাগি) গরুর মাংস মেশানো হচ্ছে, মেগী (ম্যাগি)কম্পানি Beef Flavour দিয়ে নিজেদের প্রচার চালাচ্ছে।ভারতে এদের ব্যবসা ও কম্পানি বন্ধ করাতেই হবে, সকলে প্রতিবাদ জানান।'
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি দেড় হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে।
এখানে দেখতে পাবেন ফেসবুক পোস্টটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) দেখেছে দাবিটি বিভ্রান্তিকর। আমরা গুগল কি-ওয়ার্ড সার্চ করে দেখি ম্যাগির বীফ মশলা দেওয়া প্যাকেট আছে এবং তা বিক্রিও হয় কিন্তু তা ভারতে বিক্রি হয় না। আমরা দেখি মার্চ মাসের ১০ তারিখে কারুণেষ শুক্লা নামের একজন এই একই পোস্ট করেন। নেসলে ইন্ডিয়াকে অর্থাৎ ম্যাগি যাদের প্রোডাক্ট তাদের ট্যাগ করে সেই টুইটকে ফের টুইট করেন সৃষ নামের এক ব্যক্তি। সেই টুইটের উত্তরে নেসলে ইন্ডিয়া একটি টুইট করে জানায় যে ভারতে যে ম্যাগি বিক্রি হয় তাতে বীফ বা বীফ ফ্লেভার কোনওটাই থাকে না।
Hi, we would like to inform you that MAGGI Noodles manufactured and sold by Nestlé India does not contain beef or any form of beef flavor.
— We Care At Nestlé (@NestleIndiaCare) March 11, 2020
ম্যাগির বীফ ফ্লেভারের প্যাকেটিও দেখতে এইরকম। এই ওয়েবসাইটটি ম্যাগির নিউজিল্যান্ডের।
ভারতে ম্যাগির যে প্রোডাক্টগুলি বিক্রি হয় তার মধ্যে শুধুমাত্র চিকেন আমিষ। বাকি সবকটি ফ্লেভার-ই নিরামিষ। তাই ফেসবুক পোস্ট-এ যে দাবি করা হয়েছে তা সঠিক নয়, ম্যাগি ভারতে কোনও বীফ মশলা দেওয়া নুডলস বিক্রি করে না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false