ফ্যাক্ট চেক: ভারতের ফেসবুক কর্মী আঁখি দাসকে তেরঙ্গা এই কেকটি কাটতে দেখা যাচ্ছে না
বিভ্রান্তিকর দাবী করে নেটিজেনদের অনেকে এই ছবিগুলি পোস্ট করলেন
- Total Shares
সম্প্রতি, এক মহিলার তেরঙ্গা কেক কাটার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সেই ছবির সাথে ওই মহিলার আরেকটি ছবি পোস্ট করে দাবী করা হয়, এই ছবিগুলিতে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি প্রধান আঁখি দাসকে দেখতে পাওয়া যাচ্ছে।
'শামীম আলি বাবু' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই দুটি ছবি পোস্ট করে লেখেন, "জাতীয় পতাকার অপমান, দেশ ও জাতির অপমান।ফেসবুকের আঁখি দাস বর্তমানে চাড্ডি ও ঘেসোদের এজেন্ট জাতীয় পতাকার কেক বানিয়ে খুব মজা করে সেটা কাটছে।যদি এই কাজটা মুসলিম সমাজের কেউ করত তাহলে চাড্ডির বাচ্চারা ও আটি সেলের আটিরা আজ সাম্প্রদায়িক দাংগা বাঁধিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠত! সংগৃহীত"।
এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিগুলিতে আদতে বেলারুশে ভারতের রাষ্ট্রদূত সংগীতা বাহাদুরকে দেখতে পাওয়া যায়।
রিভার্স সার্চ করে আমরা দেখতে পাই, কিছু টুইটার ব্যবহারকারী এই ছবিগুলি পোস্ট করে ভারতের রাষ্ট্রদূতকে তার কাজের জন্য সমালোচনা করেছেন।
একে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা ভারতের বেলারুশ দূতাবাসের টুইটার প্রোফাইলে যাই।৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপনের কিছু ছবি সেখানে আপলোড করা হয়।
Here are some glimpses of celebration of 74th Independence Day of India. We would like to thank everyone who joined the celebrations at the Embassy.#AatmaNirbharBharat#OneYearOfDevelopment pic.twitter.com/LDSeBJ2VNk
— India in Belarus (@amb_in) August 17, 2020
এছাড়াও, সংগীতা বাহাদুরের ফেসবুক প্রোফাইলে গিয়েও আমরা দেখতে পাই, তিনি বেলারুশের মিনস্কে অবস্থিত দূতাবাসে ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন সংক্রান্ত বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
উক্ত ছবিগুলির সাথে ভাইরাল পোস্টে থাকা ছবিগুলিতে সংগীতা বাহাদুরের পোশাকের সাদৃশ্য দেখতে পাওয়া যায়।
ওদিকে, নীচের এই ছবিতে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি প্রধান আঁখি দাসকে দেখতে পাওয়া যাবে।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের ছবিগুলিতে আদতে বেলারুশে ভারতের রাষ্ট্রদূত সংগীতা বাহাদুরকে দেখতে পাওয়া যায়।ভারতে ফেসবুকের পাবলিক পলিসি প্রধান আঁখি দাসকে সেখানে দেখা যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false