কলকাতার বাইরেও দরকার উপযুক্ত কারু ও চারুকলা প্রদর্শনশালা

জেলা থেকে কলকাতায় গিয়ে প্রদর্শনী করা ব্যয়সাধ্য, অন্য সমস্যাও আছে

 |  2-minute read |   18-06-2018
  • Total Shares

কলকাতায় থেকে যাঁরা কারু ও চারুকলার চর্চা করেন, কার্যক্ষেত্রে আমরা তাঁদের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়ি শুধুমাত্র পরিকাঠামোর অভাবে। কলকাতা হল এ রাজ্যের প্রাণকেন্দ্র। এখানে পেক্ষাগৃহ যেমন আছে, তেমনই এই শহরে রয়েছে প্রদর্শশালা ও স্টুডিয়ো। এই সব স্টুডিয়োর সঙ্গে শহরের যোগাযোগ রাখা সহজ হয় কলকাতা ও উপকণ্ঠে বসবাসকারী শিল্পীদের ক্ষেত্রে। কিন্তু আমরা যারা কলকাতা থেকে দূরে থাকি, তাদের পক্ষে এই সব স্টুডিয়োর সঙ্গে যোগাযোগ করা মুশকিল হয়। তাই অনেক সময়ই দেখা যাচ্ছে আমাদের মতো নতুন শিল্পীদের কাজ দেখতে পাচ্ছেন না শিল্পের পৃষ্ঠপোষকরা।

body3_061818083313.jpgদ্য মোস্ট সিকিয়োর্ড অ্যাসোসিয়েট, ক্যানভাসে অ্যাক্রিলিকের কাজ

জেলাস্তরে সরকারি পেক্ষাগৃহ থাকলেও, আর্ট গ্যালারি নেই। তাই কোনও প্রদর্শনী করতে হলে আমাদের কলকাতায় আসতে হয়। বড় ক্যানভাসে আঁকা ছবি পরিবহণে সমস্যা তো হয়ই, আরও বেশি সমস্যা হয় কোনও ভারী ভাস্কর্য কলকাতায় নিয়ে যাওয়া এবং সেটি ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তা ছাড়া কলকাতায় কোনও শিল্পকর্ম প্রদর্শনীতে যোগ দেওয়া মানে যাতায়াত ছাড়াও কয়েক দিনের থাকা-খাওয়ার খরচও করতে হয়। সব মিলিয়ে অনেক শিল্পীর কাছেই দূর থেকে এেই শহরে এসে প্রদর্শনী করা মুশকিল হয়ে পড়ে, তাই অনেক সম্ভাবনা হারিয়ে যায়।

সমস্যা থাকলেও কলকাতা শহরে শিল্পকলা প্রদর্শনের অবশ্য একটা সুবিধাও রয়েছে। এখানে কোনও প্রদর্শনী করলে নামী ও প্রবীণ শিল্পীরা অনেক সময় সেই প্রদর্শনী দেখতে আসেন। তখন নবীন শিল্পীদের সঙ্গে তাঁদের আলাপ-পরিচয় ঘটে। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, যাকে ইংরেজিতে বলে টিপস পাওয়া যায়। ভাবনা আরও সুন্দর ভাবে শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার ব্যাপারে তাঁদের অভিজ্ঞতার কথাও শোনা যায়। তাই জেলাস্তরে প্রদর্শশালা বা স্টুডিয়ো তৈরি হলেও কলকাতা শহরে প্রদর্শনী করার প্রয়োজনীতা থেকেই যাবে।

body2_061818083258.jpgদ্য ডগ, ক্যানভাসে অ্যাক্রিলিকের কাজ

অর্থ ছাড়া কোনও মানুষের ক্ষেত্রেই জীবনধারণ করা সম্ভব নয়। তাই শিল্পী হলেও এখন আমরা অনেকেই পেশাদার হতে চাই বা আমাদের শিল্পকর্ম বিক্রি করতে চাই। জেলায় বা জেলাশহরে থেকে স্টুডিয়োর সঙ্গে যোগাযোগ রেখে, নিয়মিত এসে শিল্পকর্ম দিখয়ে তা বিক্রি করাও খুব মুশকিল। এ দিক থেকে বিচার করলে মনে হয়, জেলাস্তরে যদি এমন স্টুডিয়ো থাকে যেখানে শিল্পীরা কাজ করতে, কাজ দেখাতে ও তা বিক্রি করার সুযোগ পাবেন, তা হলে উপকার হয়। প্রাথমিক ভাবে এ কাজে এগিয়ে আসতে হবে সরকারকেই।

body1_061818083237.jpgপেন অন লয়ালটি, ক্যানভাসে অ্যাক্রিলিকের কাজ

অনেক সময় বেসরকারি সংস্থার উদ্যোগে আমরা কলকাতা শহরে শিল্প প্রদর্শনীতে যোগ দিই। আমার মনে হয়, সরকারি তরফেও এ ব্যাপারে উদ্যোগ দরকার, যাতে শিল্পীদের সঙ্গে পৃষ্ঠপোষকদের পরিচিতি ঘটে। তা হলে নতুন করে কোনও শিল্পীর উঠে আসা মুশকিল হবে।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment