ক্যানভাসে ফোটোগ্রাফি, কয়েকটি ছবি তো দেখলে পেন্টিং বলে ভুল হয়ে যায়
ছবিগুলি এডিট না করেই তাঁরা ক্যানভাসে প্রিন্ট করিয়েছেন প্রদর্শনীর জন্য
- Total Shares
ফোটোগ্রাফির প্রদর্শনীতে ছবিগুলোর একটা করে ক্যাপশন থাকে। আর যেখানে ছবি তোলা হয়েছে, দেওয়া থাকে সেই জায়গার নাম তা সে হাওড়া হোক বা হাইতি। তবে অ্যাকাডেমিতে চলা ছয় শিল্পীর ফোটোগ্রাফের নীচে না আছে ক্যাপশন, না দেওয়া আছে জায়গার নাম।
থাকবেই বা কেন? আসলে তাঁরা যে কাজটি করেছেন সেটি ঠিক ফোটোগ্রাফারের কাজ নয়, তাঁরা ক্যানভাসে যেটি ছাপিয়েছেন তাকে ছবি বা পেন্টিং বললেও কিছুই বলা হয় না। কোনো ফোটোএডিটিং না করে ছবিগুলি ছাপা হয়েছে ক্যানভাসে। বেশ কয়েক বছরের ভাবনা। তারপরে অনেক খুঁজে সেই প্রিন্টারের সন্ধান মিলল, যাঁর প্রিন্টিং পছন্দ হল ওঁদের। ওঁরা মানে সেই ছয় শিল্পী, যাঁদের ফোটোগ্রাফার বললে ভুল হবে।
ওঁরা হলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সুবীর হালদার, জয়া গঙ্গোপাধ্যায়, অমিত দাস, অভিজিৎ আঢ্য ও মলয় দাস। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চলছে প্রদর্শনী, ২৮ মে পর্যন্ত। সেই প্রদর্শনীর কয়েকটি ছবি:
সুবীর হালদার
জয়া গঙ্গোপাধ্যায়
অমিত দাস
মলয় দাস
চন্দ্রশেখর বন্দোপাধ্যায়
অভিজিৎ আঢ্য