''অস্কারের জুরি সদস্যের তালিকায় রয়েছি আমিও, খবরটা শুনে খুব গর্বিত লাগছে''

এই প্রথমবার অস্কারের জুরি সদস্য তালিকায় রাখা হল বাংলা সিনেমা দু'জন জগতের শিল্পীকেও

 |  2-minute read |   28-06-2018
  • Total Shares

খবরটা প্রথম জানতে পারি একটি সংবাদমাধ্যম যখন আমাকে ফোন করে আমার প্রতিক্রিয়া জানতে চান তখন। তারপর যদিও অনেক ফোন পাই। শুনলাম আমাকে আর অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে এ বারের অস্কারের জুরি সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

কোন ছবিটি এ বছরের সেরা ছবি হিসেবে অস্কার পাবে সে বিষয় যাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাঁদের মধ্যে রয়েছি আমরা। অবশ্যই গর্বিত বোধ করছি। কিন্তু অস্কার কর্তৃপক্ষের থেকে কোনও চিঠি বা ফোন এখনও পাইনি। খুব ভালোই লাগছে। জুরি সদস্য হিসেবে যদিও আমরা জায়গা পেয়েছি কিন্তু আমার মনে হয় আমাদের দেশের পক্ষ্যেও এটা যথেষ্ট সম্মানের।

body1_062818024502.jpgমাধবী মুখোপাধ্যায়

অস্কার কর্তৃপক্ষ জানালে তবেই পুরো বিষয়টি আমার কাছে আরও পরিষ্কার হবে। আমার সঙ্গে যদিও সৌমিত্রবাবুর এই বিষয় কোনও কথা এখনও হয়নি। এটা ভেবেও খুব ভালো লাগছে যে এই প্রথমবার অস্কারের জুরি সদস্য তালিকায় রাখা হল দু'জন বাংলা সিনেমা জগতের শিল্পীকেও।

আমরা সবাই জানি এর আগে সত্যজিৎ রায় অনারারি লাইফটাইম আইচিভমেন্ট পুরস্কার পেয়েছিলেন।

জুরি সদস্য হিসাবে অবশ্য আমি এর আগেও অনেক অনুষ্ঠানে আমন্ত্রিত হয় বিভিন্ন জায়গায় গিয়েছি।

body3_062818024602.jpgঅস্কার হাতে সত্যজিৎ রায়

আজকের দিনে দাঁড়িয়ে অভিনয় জীবনের গোড়ার দিকের কথাগুলো খুব মনে পড়ছে। আমার যখন ছ'বছর বয়স তখন থেকে আমার কর্ম জীবনের শুরু। প্রথমে থিয়েটার আর তারপর সিনেমায় অভিনয়। আমি তখন শিশু চরিত্রে অভিনয় করতাম। বহু নাটকে ও সিনেমায় নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করতাম।

সাহিত্যিক ও পরিচালক প্রেমেন্দ্র মিত্রের 'বুড়ি বেয়াই' ছবিটিতে অভিনয় দিয়ে আমার সিনেমা জগতের সঙ্গে পরিচয়। যদিও দর্শকরা আমাকে প্রথম দেখতে পান প্রেমেন্দ্র মিত্রেরই ছবি 'কাঁকনতলা লাইট রেলওয়ে' ছবিতে, কারণ এই ছবিটি আগে মুক্তি পায়। তখন আমার বয়স হবে ছয় কি সাত বছর। পাশাপাশি থিয়েটারও করছি তখন।

প্রথম নাটক 'ধাত্রী পান্না' চলেছিল মিনার্ভা থিয়েটারে। অনেকেই হয়তো এটা জানেন না এই নাটকের পরিচালক ছিলেন অভিনেতা ছবি বিশ্বাস। তিনি এই নাটকে অভিনয়ও করেছিলেন। 

body2_062818024537.jpgসৌমিত্র চট্টোপাধ্যায়

আর সরজুবালা নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রভা দেবী অভিনয় করেছিলেন নেতিবাচক চরিত্রে। পেশা জীবনের প্রথমদিকে যে সব মানুষের সঙ্গে কাজ করেছি তাঁদের অভাব আজ খুব অনুভব করি।  

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment