ভাইফোঁটার সূচনা ও বাংলা চলচ্চিত্রে ভাইফোঁটা
বাংলা ছবিতেও ভাইফোঁটা এসেছে এবং সেই গান এখনও ফেরে লোকের মুখে মুখে
- Total Shares
বাহাদুর শাহ আসছে ধেয়ে করতে চিতোর জয়/ সঙ্গে নিয়ে বিশাল সেনা দল... সেই কবিতারই মাঝে রয়েছে, আজ হতে বীর হলে তুমি আমার রাখিভাই/ শীঘ্র এসে বাঁচাও বোনের প্রাণ...
ছেলেবেলায় পড়া সেই কবিতায় রাখিভাইয়ের কথা। চিতোরে কর্ণাবতী নামে কোনও রানি ছিলেন কিনা, সত্যিই তাঁর জন্যই মুঘল সম্রাট হুমায়ুন চিতোরে গিয়েছিলেন কিনা সে প্রসঙ্গ অন্য।
রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন সে কথা লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই। সেখানে সত্যিই ছবি আঁকেননি, ছবি লিখেছেন অবন ঠাকুর।
ভাইফোঁটা (ইন্ডিয়া টুডে)
ভাই-বোনের মধুর সম্পর্ক ফুটে উঠেছে ফুলোঁ কা তারোঁ কা সবকে কহনা হ্যায় গানে।
বাংলা গানও মোটেই পিছিয়ে নেই। মান্না দের গলায় অমর হয়ে রয়েছে সেই গান। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন...
বাংলা ছবিতেও যেখানে হিট মানেই প্রণয়ের গল্প, সেখানেও ভাইফোঁটা এসেছে এবং সেই গান এখনও ফেরে লোকের মুখে মুখে।
ভাইফোঁটা নিয়ে নানা মত আছে। কোনও মতে নরকাসুরকে যুদ্ধে হারানের পরে শ্রীকৃষ্ণকে ফোঁটা দিয়েছিলেন তাঁর বোন সুভদ্রা। কোনও মতে যমুনা তাঁর ভাই যমকে ফোঁটা দিয়েছিলেন। কোনও মতে পাতালরাজ বলি যখন নারায়ণকে বন্দি করেছিলেন তখন তাঁকে ভাইফোঁটা দেন দেবী লক্ষ্মী। উপহার হিসাবে চেয়ে নিয়েছিলেন নারায়ণকে। তবে সবচেয়ে বেশি শোনা যায় যমুনার যমকে ফোঁটা দেওয়ার কথা।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দেয় যমকে ফোঁটা/ আমি দিই আমার ভাইকে ফোঁটা