মণিকর্ণিকা: ঝাঁসির রানি যখন ম্যাট্রিক্সের নিওর মুখোমুখি হলেন
টিজারটি যেন বাহুবলী, বাজিরাও মাস্তানি ও পদ্মাবতের একটা জগাখিচুড়ি
- Total Shares
'মণিকর্ণিকা' ছবিটির দু'মিনিটের টিজারটির প্রথম ২০ সেকেন্ড দেখলে মনে হতে পারে যে হয়তো ভুল করে আপনি 'ঠগস অফ হিন্দুস্থান' ছবির ট্রেলারে ক্লিক করে ফেলেছেন। নেপথ্যে অমিতাভ বচ্চনের ভারী ও গম্ভীর কণ্ঠস্বরটিও খুব একটা সাহায্য করবে না। তবে ভয় পাবেন না, কারণ কঙ্গনা রানাওয়াত তাঁর তীক্ষ্ণ দৃষ্টি ও ধারালো তরবারি দিয়ে ব্রিটিশ পতাকাকে মাঝামাঝি টুকরো করে প্রবেশ করবেন।
'মণিকর্ণিকা'-র টিজারটি দেখলে মনে হবে যেন 'বাহুবলি', 'বাজিরাও মাস্তানি' এবং 'পদ্মাবৎ' -এর একটা জগাখিচুড়ি দেখছেন। যদিও এই সবকটি ছবির নির্মাতাই এক তবে এটা কি কোনও সান্তনা হতে পারে? টিজারটিতে যেখানে নিজেকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচাবার জন্য কঙ্গনা ইংরেজি ছবি 'মেট্রিক্স'-এর মতো করে মাথাকে পেছনের দিকে হেলিয়ে দেবেন সেই অংশটা দেখে বেশ হতাশ হতে হয়।
সত্যি?
১৯৯৯ সালের কিয়ানু রিভস অভিনীত হলিউডের এই ব্লকবাস্টার ছবিটি তখন বলিউডে বহু ছবির লড়াই দৃশ্যকে অনুপ্রেরণা জুগিয়ে ছিল। যাঁরা সিনেমা নিয়ে নিয়মিত চর্চা করেন তাঁরা জানেন যে হলিউডের ওই ছবিটির দ্বারা অনুপ্রাণিত হয়ে বহু খারাপ ছবি তরপর তৈরি হয়েছে।
মোদ্দা কথা: অভিনেতা আরমান কোহলি অভিনীত ছবি 'জানি দুশমন-এক আনোখি কাহানি'। তাই আমরাও চেঞ্জ.অর্গ (Change.org) -এ গিয়ে বলিউড যেন নিজেকে একটু সময় উপযোগী করে তোলে এই আবেদন করে সবাই একটা সাক্ষর অভিযান চালাতে পারি না? গত দু'দশকে বলিউড একটুও বদলায়নি।
এটা বললে খুব একটা ভুল হবে না যে কঙ্গনার ঝাঁসির রানী বর্ষা উসগাঁওকারের ঝাঁসির রানীর থেকে অনেক আলাদা। একটি মাখন কাটার ছুরি দিয়ে ঠিক যেভাবে মাখন কাটা হয় কঙ্গনা তাঁর তরবারিটি দিয়ে ঠিক তেমন অনায়াসেই মানুষের মাথা ধর থেকে আলাদা করে ফেলছে। তবে তাঁর গলার মুক্তোর হারটা কিন্তু কখনও নিজের স্থান পরিবর্তন করে এদিক ওদিক সরে যায়নি, এমনকি যখন তাঁর সারা গায় রক্ত তখনও হারটি ঠিকঠাক ছিল।
দেখে মনে হয়েছিল তাঁর পায়ের বিশেষ যুদ্ধ করার জুতো এবং চামড়ার বর্মটি যেন খোদ গ্রিস থেকে আমদানি করা হয়েছে। যুদ্ধ করার সময় তাঁর চুল কখনও অবিন্যস্ত হয়নি। এ সবকিছু তখনই মেনে নেওয়া সম্ভব হবে যখন ছবির পরিচালক রাধা কৃষ্ণ জাগরলমুড়ি বলেন যে ঝাঁসির রানী এবং ম্যাট্রিক্স ছবির নিও (ছবিতে থমসন অ্যান্ডারসনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কিয়ানু রিভস) অন্য কোনও কাল্পনিক বিশ্বে মুখোমুখি বসে নিজেদের শত্রুকে ঠিক কী ভাবে দমন করবেন সেটা নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছিলেন।
নিও: "যুদ্ধকে একটু নাটকীয় করে তোলার জন্য একটা লম্বা কালো ট্রেঞ্চ কোট ও একটা চশমার প্রয়োজন। চশমাটা লাগবেই।"
"রানী: হুম...তাতে একটু সমস্যা হতে পারে। তার চেয়ে বরং আমি যদি একটা সাদা রঙের আনারকলি পোশাক পড়ি তাহলে কেমন হয়? এতে নাটকীয়তাও বজায় থাকবে। আর চশমার বদলে যদি আমি একটা মুক্তোর হার পড়ি?" #সত্যতা
কারণ, ম্যাট্রিক্স-এ সবকিছুই সম্ভব।
টিজারটি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি যার মধ্যে একটি হল অভিনেতা সোনু সুধের জায়গায় অন্য কাউকে নেওয়া হলে তিনি কে হতেন? আমি রিভসের পক্ষে। আর আপনি?
লেখাটি ইংরেজিতে পড়ুন