দেশভাগ ও শিকড়ের টানের সঙ্গে একটি রহস্যগল্প, এই নিয়ে তৈরি হয়েছে 'মাটি' ছবিটি

হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে ঘিরে বিভিন্ন ভুল ধারণা আমাদের অনেকের মনেই রয়েছে

 |  2-minute read |   29-07-2018
  • Total Shares

আমার সাম্প্রতিক বাংলা সিনেমা 'মাটি' গড়ে উঠেছে দেশভাগের মতো একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। দেশভাগ ও তার পরবর্তী সময়কালের বেশ কয়েকটি ঘটনার উপর ভিত্তি করে এই ছবিটি বানানো হয়েছে। তবে হ্যাঁ, সাম্প্রতিক কালের সঙ্গেও এর একটা নিবিড় যোগ অবশ্যই রয়েছে।

হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে ঘিরে বিভিন্ন ভুল ধারণা আমাদের অনেকের মনেই রয়েছে। ধর্ম কখনও মানুষ বা সম্পর্কগুলোর চেয়ে বড় হতে পারে না। তাই সিনেমার মাধ্যমে এই দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা ভালোবাসার এবং শ্রদ্ধার সম্পর্ক রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। দুই সম্প্রদায়ের মধ্যে যে প্রীতি ও ভালোবাসা রয়েছে সেই বার্তাটি দিতে চেয়েছি। ছবিটি দেখার পর হয়তো দর্শকদের একাংশের মনেও বিভিন্ন স্মৃতি ভেসে উঠবে। ছবিটিতে অতীত ও বর্তমানকে একটা মিশেল রয়েছে। দেশ ভাগের যন্ত্রণার দিকটাও উঠে এসেছে ছবিতে।

bodynew_072918083230.jpgছবি সৌজন্য: ম্যাজিক মোমেন্টসআমরা অনেকেই নিজেদের বসতভিটের প্রতি টান অনুভব করি, তবে সেখানে হয়তো আর যাওয়া হয়ে ওঠে না। 'মাটি' সিনেমায় পাওলি দামের নাম হল মেঘলা। মেঘলা শিকড়ের টানে এবং নিজের ঠাকুমার স্মৃতির প্রতি টান অবুভব করে ঢাকায় যায়। কলকাতার একটি কলেজের ইতিহাসের ছাত্রী ছিলেন মেঘলা। বর্তমানে শিক্ষকতার সঙ্গে সঙ্গেই গবেষণারত। মেঘলার পূর্বপুরুষের বাস ছিল ওপার বাংলায় -অধুনা বাংলাদেশে। দেশভাগের পর ওপার বাংলা থেকে তাঁরা চলে আসেন এপার বাংলায়। ওখানে থেকে যান শুধু মেঘলার ঠাকুরমা। মেঘলা জানতে পারেন তাঁর ঠাকুরমার রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল। তাই নিজের শিকড়ের টান ও ঠাকুরমার মৃত্যুর রহস্য জানতে তিনি বাংলাদেশে যান।

body4_072918083258.jpgছবি সৌজন্য: ম্যাজিক মোমেন্টস

বাংলাদেশে গিয়ে মেঘলা দেখেন যে তাঁর সেই দ্বিতল বাড়িটি দখল করেছে অন্যরা। বাংলাদেশে পূর্বপুরুষের বাড়িতে গিয়ে পাওলি দাম বাড়িটিকে ঘিরে অতীতের অনেক ঘটনা জানতে পারেন। ঘটনাচক্রে তাঁর হাতে এসে পড়ে তাঁর ঠাকুমার লেখা একটি ডায়েরি। এবং এই ডায়েরির থেকেই মেঘলা সেই সময়ের অনেক অজানা ঘটনা জানতে পারেন। আশপাশের লোকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, দেশ ভাগের সময় দুই সম্প্রদায়ের সংঘর্ষের জেরেই তাঁর ঠাকুমার মৃত্যু হয়েছিল। ঠাকুমার মৃত্যুকে ঘিরে রয়েছে রহস্য দানা বেঁধেছে। ছবিটির পরতে পরতে রয়েছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধার ও বিশ্বাস।  

body5_072918083313.jpgছবি সৌজন্য: ম্যাজিক মোমেন্টস

সিনেমার অন্য একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিজ্ঞ অভিনেতা আদিল হুসেইন। সিনেমায় আদিল হুসেনের চরিত্রটির নাম জামিল। পাওলি দাম ও আদিল হুসেন অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। এই ছবিতেই প্রথমবার পাওলি দাম এবং আদিল হুসেন একসঙ্গে কাজ করলেন।

এ ছাড়াও 'মাটি' সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, সাবিত্রী চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, লাবনী সরকার, অনসূয়া মজুমদার চন্দন সেন ও শঙ্কর চক্রবর্তী। আমার ছবিতে বেশ কয়েকজন শিশু শিল্পীও কাজ করেছে।

ছবিটির অনেকাংশই আমরা শুটিং করেছি বাংলাদেশে।

body3_072918083246.jpgছবি সৌজন্য: ম্যাজিক মোমেন্টস

কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ আমার লেখা। আমি ছাড়াও ছবিটির আর একজন পরিচালক হলেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্যটি আমি ২০০৮ সাল লিখলেও এতো বছর পর তাকে বাস্তব রূপ দিতে পারলাম। সিনেমায় কথা, সুর ও আবহ সঙ্গীত পরিচালনা করেছেন সুরকার দেবজ্যোতি মিশ্র।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

LEENA GANGAPADHAYA LEENA GANGAPADHAYA

Chairperson | West Bengal Women's Commission

Comment