'লাস্ট স্টোরিজ' ছবিটি অভিনেত্রী কিয়ারা আডবাণীকে কী শিক্ষা দিল?
অভিনেত্রী তাঁর স্বল্পপরিসর পেশা জীবনে সাফল্য ও ব্যর্থতা-- দুটি বিষয় থেকেই শিক্ষা নিয়েছেন
- Total Shares
হিন্দি ছবি 'ভিরে দি ওয়েডিং' অভিনেত্রী সোহরা ভাস্কর একটি দৃশ্যে অভিনয় করেছেন যে দৃশ্যটিকে যৌন উদ্দীপনামূলক দৃশ্য বলাই যায়। এবার নেটফ্লিক্স-এ পরিচালক করণ জোহরের অল্প দৈর্ঘ্য ছবি 'লাস্ট স্টোরিজ'-এর জন্য এই ধরণের একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গেল কিয়ারা আডবানীকেও। যদিও 'ভিরে দি ওয়েডিং' সিনেমাটি বড় পর্দার দর্শকদের জন্য বানানো হয়েছে কিন্তু 'লাস্ট স্টোরিজ'-এ দর্শক কিয়ারা আডবাণীকে ছোট পর্দায় দেখতে পাবেন। আগে এই অভিনেত্রীকে আমরা এমএস ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় অভিনয় করতে দেখেছিলাম 'এমএস ধোনি: দা আনটোল্ড স্টোরি' ছিবিটিতে। তিনি বলেন যে, একজন অতৃপ্ত সলজ্জ গৃহবধূর যৌনজীবনের চরিত্রে অভিনয় করে অভিনেত্রী যে প্রশংসিত হবেন সে বিষয় পরিচালক করণ জোহর নিশ্চিত ছিলেন।
২৫ বছর বয়সী অভিনেত্রী বলেন, “বিভিন্ন লোকজন যখন করণ জোহরকে ফোন করে আমার আমার প্রশংসা করেন তখন করণ জোহর খুব গর্বিত হন। ওঁকে খুশি করতে পেরে আমিও আনন্দিত। আমি উচ্ছ্বসিত।"
মঙ্গেশকর পরিবার হয়তো একটি ব্যাপারে ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন-- ছবিটিতে কেন 'কভি খুশি কভি গম'-এর মতো একটি সুন্দর গানকে এই ধরণের একটি উত্তেজক দৃশ্যে ব্যবহার করে দর্শকদের হাসির উদ্রেক ঘটানো হয়েছে। তবে করণ করণ জোহর তবে অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং ছবিটির অন্যান্য কুশীলব যেমন ভিকি কৌশল, নেহা ধুপিয়া এই চিত্রনাট্যটি পড়ার পরেই বুঝেছিলেন যে এই ছবিটা দর্শকরা খুবই পছন্দ করবেন।
কিয়ারা আডবাণী বলেন, “করণের একটা দারুণ রসবোধ আছে যেটা খুব সুন্দর ভাবে ছবিটিতে প্রকাশ পেয়েছে, ঠিক যেমনটা তিনি আমাকে বলেছিলেন। কৌতুকাভিনয় করা বেশ কঠিন কাজ। আর এই কৌতুক দৃশ্যে অভিনয় করার সময় আমাকে ও ভিকি কৌশলের প্রচণ্ড হাসি পেলেও একটা গম্ভীর মুখ করে সেটা চেপে থাকতে হত। যদিও মনিটারের সামনে বসে বাকিরা হাসিতে ফেটে পড়তেন।” তবে এই পুরো কাজটা কিয়ারা আডবাণীর জন্য বেশ সহজ হয়ে যায়, করণ জোহরের সেটে কাজটা করা হতো মজার ছলে।
কিয়ারা আডবাণী তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তাই করণ জোহরের প্রযোজিত সিনেমা - 'কলঙ্ক'তে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। সঞ্জয় দত্ত, আলিয়া ভট এবং বরুণ ধাওয়ানও এই ছবিতে অভিনয় করছেন।
অভিনেত্রী কিয়ারা আডবাণী বলেন, তাঁর এই নাতিদীর্ঘ পেশা জীবনে তিনি যেমন তাঁর ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়েছেন ঠিক তেমন ভাবেই তাঁর সাফল্যগুলো তাঁকে অনেক শিক্ষা দিয়েছে। ২০১৭ সালে আব্বাস মাস্তানের ছবি 'মেশিন' সাফল্যের মুখ দেখেনি, কিন্তু এই ব্যর্থতা তাঁকে টলাতে পারেনি। “যতজন পরিচালকের সঙ্গে আমি এখনও পর্যন্ত কাজ করেছে এঁদের সকলের থেকে আমি কিছু না কিছু শিখেছি। আমি চেষ্টা করি যাতে আমি আমার প্রত্যেকটি সিনেমায় নিজেকে একজন আরও দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে পারি। এখনও পর্যন্ত আমি বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি আর ভবিষ্যতেও নানা রকম চরিত্রে অভিনয় করে আমি এমন একজন অভিনেত্রী হিসাবে নিজেকে তুলে ধরতে পারি যাতে লোকে বুঝতে পারেন যে আমি যে কোনও ভূমিকার জন্যই উপযুক্ত।” অভিনয় নিয়ে তাঁর এ হেন উচাকাঙ্ক্ষার আর একটি প্রমাণ হল 'লাস্ট স্টোরিজ'।
(সৌজন্য মেল টুডে)
লেখাটি ইংরেজিতে পড়ুন