এককালে কামানের তোপ দেগে শুরু হত সন্ধিপুজো, এখন কামানের বদলে বন্দুক
ছবিতে দুর্গাপুজো: উত্তর কলকাতার ঐতহ্যশালী শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো
- Total Shares
এককালে কামানের তোপ দেগে শুরু হত শোভাবাজার রাজবাড়ির সন্ধিপুজো। এখনও চিরাচরিত সেই প্রথার অন্যথা ঘটে না। শুধু পাল্টে গেছে অস্ত্র। আজকাল অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের জানান দেওয়া হয় বন্দুকের গুলির শব্দ করে। লোকমতে, ওই সন্ধিক্ষণেই মা দুর্গা ত্রিশূল হাতে অসুর বধ করেন। অর্থাৎ, ঠিক তখনই অশুভ শক্তির বিনাশ ঘটে, জাগ্রত হয় শুভ শক্তি৷
আরও একটি চিরাচরিত রীতি আজ লুপ্ত। একটা সময় ছিল যখন বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি ছেড়ে দেওয়ার রেওয়াজ ছিল। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে এখন আর পাখি ওড়ানো হয় না। শুধুমাত্র মাটির তৈরি নীলকণ্ঠ পাখি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়৷ এর পিছনে রয়েছে একটি বিশ্বাস - এই নীলকণ্ঠ পাখি নাকি কৈলাসে মহাদেবকে মায়ের রওনা হওয়ার খবর দেয়৷
এরূপ কিছু থাকা আর কিছু না থাকাকে সম্বল করে যুগ যুগান্তর ধরে হয়ে চলেছে উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। আসুন দেখে নেওয়া যাক সেই ঐতিহ্যশালী পুজোর কিছু ঝলক।