প্রতিযোগিতাটিকে আরও জনপ্রিয় করার জন্যও এটি একটি জনসংযোগ পদ্ধতি
প্রতিযোগীদের শারীরিক, মানসিক এবং মেধা ও বুদ্ধিমত্তার দিকগুলো খুঁটিয়ে বিচার করা হয়
- Total Shares
আজ বেশ কিছুদিন হল মুসলমান নারীরা বিভিন্ন রকমের হিজাব পরে মডেলিং করেন আবার ফটো শুট ও করেন। এই মডেলদের হাত ধরে হিজাব এখন একটা ফ্যাশন স্টেটমেন্ট কায়েম করেছে। এবার ২০ বছরের মুসলমান তরুণী সারা ইফতিকার হিজাব পরে মিস ইংল্যান্ড সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে রানওয়েতে দাপিয়ে বেড়াবেন।
ব্যক্তিগতভাবে আমি সুন্দরী প্রতিযোগিতা অর্থহীন বলে মনে করি। এই ধরণের প্রতিযোগিতা সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না। তাছাড়া যাঁরা এতে সাফল্য লাভ করেন তাঁদের মধ্যে কয়েকজন যেমন ঐশর্য্য রাই বা সুস্মিতা সেন কিংবা মিস ইন্ডিয়া নাফিসা আলী বা মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া ছাড়া বাকিরা দেশ ও দশের জন্য তেমন কিছু উপকারে লেগেছে বলে তো শুনিনি। এঁদের মধ্যে অনেকেই শিল্পী কিংবা সমাজকর্মী হতে চান।
হিজাব পরে রানওয়েতে
তবে যাই হোক, এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের শারীরিক, মানসিক এবং মেধা ও বুদ্ধিমত্তার দিকগুলো খুঁটিয়ে বিচার করা হয়। এটাই নিয়ম। কিন্তু বেশ কয়েকজন মুসলমান প্রতিযোগীর ক্ষেত্রে সেটা হয়নি, কারণ তাঁরা অনেকেই সুইমসুট রাউন্ডে অংশগ্রহণ করেননি।
এছাড়া আমার মনে হয় মুসলমান দেশের মহিলাদের এই ফ্যাশন জগৎ সম্বন্ধে আরও বেশি সচেতন করার জন্য এবং তাঁদের ফ্যাশন দুনিয়ায় টেনে আনার জন্য এই পন্থা অবলম্বন করা হয়। সেটা ভালো কথা। ঠিক যেমনভাবে আমাদের দেশে একসময় ত্বককে আরও উজ্জ্বল করার জন্য বিভিন্ন ক্রিম এবং স্নোয়ের বিজ্ঞাপন করা হতো এটাও অনেকটা তেমন।
বুরকিনি পড়ে এক মডেল
সেটা ঠিক না ভুল এই তর্কে আমি যাচ্ছি না। তবে পুরো বিষয়টা বিচার করে আমার মনে হয় নির্দিষ্ট এই প্রতিযোগিতাটিকে আরও জনপ্রিয় করার জন্য এটি একটা জনসংযোগ পদ্ধতি। শুধুমাত্র একটা বাণিজ্যিক মোড়ক ছাড়া আর কিছুই নয়।
ফ্যাশন দুনিয়ায় পোশাক পরার বিষয় রক্ষণশীল হওয়াটা খুব একটা কাজের কথা নয়। এর আগেও আমরা দেখেছি একজন মুসলমান মহিলা হিবাজ পরে মহাকাশ জানে পাড়ি দিয়েছেন কিন্তু কোনও সৌন্দর্য প্রতিযোগিতায় সেটা চলতে পারেনা। সর্বাঙ্গ ঢেকে কী মডেলিং হয়?
সারা ইফতিকার
নিঃসন্দেহে একজন মডেল তাঁর নিজের কিছু সিদ্ধান্ত নিতেই পারেন- যেমন কী পড়বেন বা কী পড়বেন না অথবা কোন ডিজাইনারের সঙ্গে কাজ করবেন, তবে একজন মডেল যখন কোনও প্রতিযোগিতায় যাচ্ছেন তখন নিয়ম সবার ক্ষেত্রেই সমান হওয়া উচিত। সেখানে কোনও রকম বৈষম্য চলবে না। সেটাই স্বাভাবিক।
মডেলিং করতে গিয়ে আমিও বহু মুসলমান মডেলদের দেখেছি তাঁরা যে কোনও পোশাকই সাবলীল।