কবি শ্রীজাতকে আক্রমণ: শিল্পীর স্বাধীনতা ও ধর্ম

লেখক-শিল্পীর স্বাধীনতা কি সব সময় রক্ষিত হয়? নাকি সেটি শর্তসাপেক্ষ?

 |  2-minute read |   15-01-2019
  • Total Shares

তিনি কোন যুক্তিতে ত্রিশূলে কন্ডোম লিখেছেন? শিলচরে অনুষ্ঠান চলাকালীন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে এই প্রশ্ন করেন বেশ কয়েকজন প্রতিবাদী। স্বভাবতই শিল্পীর স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এবং একযোগে সব শিল্পীই কবি শ্রীজাতর পাশে দাঁড়ান। শ্রীজাতর লেখার প্রতিবাদ যাঁরা করেছেন, সব শিল্পীই তাঁদের কঠোর সমালোচনা করেছেন।   

srijato-1_011519081719.jpg

 

তিনি কেন ফেসবুকে কবিতা লেখেন? সুরসিক কবি একটি অনুষ্ঠানে বলেছিলেন, কেউ ছাপতে চায় না বলে! ফেসবুকে লিখলে অবশ্য মতামত পাওয়া যায় দ্রুত – তা সমর্থনই হোক বা নিন্দা-সমালোচনা। আবার সঙ্গে সঙ্গে উত্তরও দেওয়া যায়।

srijato-2_011519081811.jpg

srijato-3_011519082333.jpgকবিতাটি ফেসবুকে পোস্ট করার পরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। (সৌজন্য: ফেসবুক)

দীর্ঘ দিন পরে সেই প্রসঙ্গ আবার উত্থাপিত হয়েছে। অসমের শিলচর বাঙালি-প্রধান অঞ্চল। সেখানে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা হোটেল থেকে বার হতে পারেননি শ্রীজাত। রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর খোঁজ নেন এবং রাজ্যের দুই মন্ত্রীকে দায়িত্ব দেন তাঁকে ফিরিয়ে আনার।

srijato1_011519082126.jpgকবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (ছবি: ইন্ডিয়া টুডে)

তবে এখন না হোক, লেখক-শিল্পীর স্বাধীনতা কি সব সময় রক্ষিত হয়? নাকি সেটি শর্তসাপেক্ষ? এই প্রশ্নের উত্তর কেউ দেননি।

 

রাজ্যের সুশীলসমাজ কবি শ্রীজাতর পাশে দাঁড়ালেও সাধারণ পাঠকরা দ্বিধাবিভক্ত হয়ে গেছেন, অনেক ক্ষেত্রেই দুই ধর্মের মধ্যে লড়াই শুরু হয়েছে – বাগযুদ্ধ। বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের দুর্গতি কেন কবিকে নাড়া দেয় না, সেই প্রশ্নও অনেকে তুলেছিলেন। তবে এ কথা ঠিক যে কবির মন কোন ঘটনার আলোড়িত হবে সে কথা পাঠক স্থির করে দিতে পারেন না।

কবি শ্রীজাতর সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে সমবেত ভাবে প্রতিবাদ-প্রতিরোধের ডাক দিয়েছেন কবি-সাহিত্যিকরা।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment