ট্রেলার দেখে 'ভূত'-এর রিমেক মনে হতে পারে, তবে ‘ফ্ল্যাট নং ৬০৯’ একটা গতে বাধা ভূতুড়ে কাহিনি নয়

ভুলেও এই ছবির শেষ অংশটি কোনও মতেই মিস করবেন না

 |  2-minute read |   02-09-2018
  • Total Shares

আমি এখনও পর্যন্ত যে ক'টা ছবি করেছি সবক'টা চরিত্রই একে অপরের থেকে বেশ আলাদা। আমার প্রথম ছবি নাম 'চিত্রা', একটি ছোট বাজেটের কমার্সিয়াল ছবি। পরের ছবিটি ছিল 'পোস্টমাস্টার' যেখানে আমি একটি গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলাম। এমনকী 'কুহেলি' ছবিটিতে আমি একটি রক্তচোষা বাদুড়ের ভূমিকায় অভিনয় করেছিলাম। এই ছবিটি অনেককেই করতে রাজি হয়নি তখন। আমার মনে হয়েছিল আমি যদি ওই চরিত্রটি ভালো করে চরিত্রায়ন করতে পারি তা হলে সেটা আমার সাফল্য। এবার ‘ফ্ল্যাট নং ৬০৯’-তে আমার চরিত্রটির পরিসর কম হলেও এই চরিত্রটি ছাড়া ছবিটি অসম্পূর্ণ। তাই চিত্রনাট্যটি পড়ে আমার একবারই ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল।

body4_090218071052.jpgছবির একটি দৃশ্য

এক সদ্যবিবাহিত দম্পতি রাজারহাটে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করেন। যখন সেই দম্পতি ফ্ল্যাটটি দেখতে যান তখন তাঁদের অদ্ভুত কয়েকটি শর্ত দেওয়া হয়। তবুও ফ্ল্যাটটির ভাড়াও বেশ কম এবং বাড়িটি তাঁদের পছন্দ হয় বলে তাঁরা রাজি হয়ে যান। ঘটনাচক্রে কাজের জন্য সায়ন্তনীকে (তনুশ্রী) ফ্ল্যাটে একা রেখে অর্ককে (আবির চট্টোপাধ্যায়) কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হয়। এবার ফ্ল্যাটে ঘটতে শুরু করে অস্বাভাবিক নানা ঘটনা।

body3_090218070803.jpg‘ফ্ল্যাট নং ৬০৯’ ছবির একটি দৃশ্য

এই ৬০৯ নম্বর ফ্ল্যাটটিকে ঘিরেই ছবির গল্প বিস্তার করে শুরু করে। ঘটতে থাকা রহস্যাবৃত ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করে সায়ন্তনীর মনে। প্রশ্নের উত্তর খুঁজতে সায়ন্তনী তাঁর প্রতিবেশীর (মমতা শঙ্কর) কাছে যান। কিন্তু তাতে কোনও লাভ হয় না। প্রতিবেশীর অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন কথাবার্তায় সায়ন্তনীর মনে আরও অনেক প্রশ্ন ওঠে। সিনেমাটিতে যেমন পরতে পরতে রয়েছে রহস্য তেমনই ছবির শেষ পর্যন্ত আছে টানটান আতঙ্ক। তবে ছবিটিকে সম্পূর্ণ ভুতের সিনেমা বললেও ভুল বলা হবে।

এই ছবিটিতে অভিনেত্রী মমতা শঙ্কর যে ধরণের অভিনয় করেছেন তেমনভাবে তাঁকে দর্শক আগে কখনও পর্দায় দেখেননি। ছবিটিতে তাঁর অভিনয় অনবদ্য।

body1_090218070827.jpgযখন শুটিং চলছে

এটা একটা অন্য স্বাদের সিনেমা। সিনেমাটির গল্পে যেমন রয়েছে কিছুটা রহস্য আবার রয়েছে কিছুটা গা ছমছমে গল্প। যদিও আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই ছবিটি রামগোপাল ভর্মার ছবি 'ভূত'-এর বাংলা কিনা? একেবারেই নয়। ট্রেলার দেখে আপাত দৃষ্টিতে হয়তো মনে হতেই পারে যে ছবিটি হিন্দি ছবি 'ভূত'-এর রিমেক তবে ‘ফ্ল্যাট নং ৬০৯'-সম্পূর্ণ স্বতন্ত্র একটি গল্প।          

ছায়াছবিটিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অম্বরীশ মজুমদার, খরাজ মুখোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। সিনেমায় বিশেষ দু'টি চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। তাঁর পরিচালিত ছবি 'অন্তর্লীন'-এর জনপ্রিয়তার কথা আর নতুন করে বলতে হবে না। ছবিটির আবহ সঙ্গীত করেছেন রাতুল শঙ্কর।

momo_body_090218070952.jpgছবির একটি দৃশ্য

ছবিটিতে গান গেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী।

body2_090218071010.jpgযখন শুটিং চলছে

আমাদের সবার আশা ছবিটিকে দর্শক খুব পছন্দ করবেন। সিনেমাটি যাঁরা দেখেছেন তাঁদের বলব যাঁরা দেখেননি তাঁদের ছবির শেষটা বলে দেবেন না, আর যাঁরা সিনেমাটি এখনও দেখেননি তাঁদের বলব সিনেমাটি দেখুন। ভুলেও সিনেমার শেষটা কোনও মতেই মিস করবেন না।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000
Comment