বিশ্ব জুড়ে ঈদ-উল-ফিতর, বিশ্বকাপেও
'রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ'
- Total Shares
উৎসব কখনও কোনও গণ্ডি মানে না। ধর্মীয় আচার-বিচারের বাইরে গিয়ে মেতে ওঠাই উৎসব, যেখানে থাকে না কোনও বাধা। ঈদ শব্দের অর্থও খুশির দিন। কার রাতে চাঁদ দেখার পরে নিয়ম মাফিক সকালে নমাজ পাঠ। তার পরে সকলেই মেতে উঠলেন খুশিতে, একেবারে নিজের মতো করে। কেউ কাটালেন ধর্মের কথা শুনে, কেউ গেলেন বাহারি অলঙ্কার কিনতে, কেউ হাতে করলেন মেহেন্দি আর কেউ চাপল নাগরদোলায়। যকই হোক, এ যে উৎসবের দিন।
রাশিয়ার কথাই ধরুন। সক্কাল সক্কাল নমাজ পড়তে হাজির, তা বলে একটু খেলায় চোখ রাখবেন না, বিশেষ করে হাতে যখন স্মার্টফোন আছে?
খাওয়াদাওয়া থেকে কোলাকুলি, এক নজরে পুরো বিশ্ব:
দিল্লির জামা মসজিদে নমাজ
পাকিস্তানের একটি বাজারে চলছে মণিহারি কেনাকাটা
পাকিস্তানে ছোট্ট হাতে মেহেন্দির সাজ
আজ কাঁটাতারের বেড়া মানল না আফগানিস্তানের ক্ষুদে মেয়েরা
ইন্দোনেশিয়ায় সকালের প্রার্থনা
তুরস্ক, সেই খলিফার দেশ
ব্রিটেনে খেলনার দোকানের বাইরে মোবাইলে ছবি
প্রার্থনায় রত আফ্রিকার ইথিওপিয়া
ফারাওয়ের দেশ মেতেছে খুশিতে
বিশ্বকাপ জ্বরে আক্রান্ত রাশিয়া, প্রভাব নমাজেও
ইয়েমেনে চলছে খাবার কেনা
সোমালিয়া, আকালের জন্য একদিন ছিল সংবাদ শিরোনামে। আজ সেখানেও উৎসবের মেজাজ
রাশিয়া: মন পড়ে সেই মাঠেই
ইথিওপিয়া, ক্ষুদের চোখে