বলিউডে ২০১৯ আলিয়া ভটেরই বছর

'রাজি' পর আলিয়া ভট সামঞ্জস্য রেখে বড় বাজেটের সিনেমার ও ছোট এবং স্বতন্ত্র সিনেমাগুলো নির্বাচন করছেন

 |  2-minute read |   02-06-2018
  • Total Shares

নিঃসন্দেহে 'প্রথম দেখায় প্রথম অনুভূতি'র ব্যাপারটা আলিয়া ভটের সঙ্গে ঠিক মানায় না। ২০১২ সালে মাত্র ১৯ বছর বয়সে আলিয়া ভট তাঁর প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দা ইয়ার'-এ অভিনয় করেন। করণ জোহরের পরিচালিত এই ছবিটিতে আলিয়া ভটের সঙ্গে অভিনেতা বরুন ধবন ও সিদ্ধার্থ মালহোত্রার অভিনয় করেন।

সিনেমাটির দুটি গান 'রাধা' ও 'ইসক ওয়ালা লাভ' ছাড়া কলেজের প্রেম নিয়ে এই সিনেমাটিতে আর কিছুই মনে রাখার মতো ছিল না। যদিও এই গান দুটি ঘিরে সমালোচনার ঝড় ওঠায় গান দুটি জনপ্রিয় হয়েছিল।

aliabody2_060218092145.jpg

তার ঠিক ছ'বছর পর অল্প বয়সী এই অভিনেত্রী 'রাজি'-ছবিতে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন। সিনেমায় তিনি একজন কাশ্মীরি গুপ্তচর যিনি তাঁর জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানে একটি মিশনে যান। সিনেমায় যেমন নুপুর পরে তিনি কমনীয় হয়ে উঠেছেন ঠিক তেমনই আবার মিশনের স্বার্থে তাঁকে বন্দুক তাক করতে দেখা যায়। এখনও পর্যন্ত অনেকেই মনে করছেন যে সেরা অভিনেত্রীর দৌড়ে আলিয়া ভটের কাছে অন্য অভিনেত্রীরা পরাজিত হবে।  যদিও এখনও কঙ্গনা রানাউতের 'মাণিকর্ণিকা:দা কুইন অফ ঝাঁসি' ও অনুষ্কা শর্মার 'সুই ধাগা' ও 'জিরো' মুক্তি পাওয়া বাকি আছে।

আলিয়া ভট তাঁর এই ছ'বছরের পেশা জীবনে দেখিয়ে দিয়েছেন যে তিনি যথেষ্ট দক্ষ অনভিনেত্রী। যখন এই লেখাটি লেখা হয় তখনই বক্স অফিসে 'রাজি' ১০৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। সিনেমাটির জনপ্রিয়তা প্রমান করে যে সাধারণ মানুষের কাছে আলিয়া ভট ঠিক কতখানি প্রিয়।

aliabody4_060218092200.jpg

'রাজি' ছবিটির আগেও '২ স্টেটস' ও 'বদ্রীনাথ কি দুলহানীয়া'-র মতো ছবি দুটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল কিন্তু এই প্রথমবার সিনেমার পোস্টারে শুধু মাত্র সেই সিনেমার অভিনেত্রী হিসেবে আলিয়া ভটের মুখ দেখা গেছে আর ছবির প্রধান চরিত্রও তাকেই দেখা গেছে।

ইমতিয়াজ আলির ছবি 'হাইওয়'-তে আলিয়া ভটের অভিনয় দক্ষতা সামনে আসে। যদিও তাঁর ছবি 'উড়তা পাঞ্জাব' ও 'ডিয়ার জিন্দেগি' প্রশংসিত হলেও বক্স অফিসে বড় বাজেটের সিনেমাগুলোর সঙ্গে তাল মেলাতে পারেনি এই দুটি ছবি। কিন্তু 'রাজি' ছবিটিতে তিনি যেমন বাকি প্রথম সারির অভিনেত্রীদের মতোই একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন ঠিক তেমন ভাবেই বক্স অফিসে সিনেমাটি খুব ভালো ব্যবসাও করেছে।  

তাঁর আগামী যে ছবিগুলো মুক্তি পেতে চলেছে সেগুলো দেখলে অন্য অভিনেত্রীদের হিংসে হবে। তিনি যেসব সিনেমাগুলো বেছে  নিচ্ছেন তার থেকে একটা কথা পরিষ্কার যে তিনি বড় বাজেটের সিনেমা সঙ্গে ছোট ও স্বতন্ত্র সিনেমাগুলোর একটা সুন্দর সামঞ্জস্য বজায় রেখেই ছবি নির্বাচন করছেন।

aliyabody3_060218092218.jpg

তাঁর আগামী ছবিগুলির মধ্যে একটি হল 'কলঙ্ক'। এই ছবিটিতে তাঁর সঙ্গে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন বরুন ধবন, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। কাল্পনিক আডভেঞ্চার 'ব্রহ্মাস্ত্র' তে তাঁর সঙ্গে দেখা যাবে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনকেও।এছাড়াও তাঁর পরবর্তী ছবিগুলোর মধ্যে রয়েছে জোয়া খানের ছবি 'গল্লি বয়' ও সম্প্রতি অশ্বিনী আইযর তিয়ারের সঙ্গে ঘোষণা করা হয়েছে তাঁর আরও একটি ছবি। তাই ২০১৯ সালটা তাঁর হতে পারে।

লেখাটি ইংরেজিতে পড়ুন

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SUHANI SINGH SUHANI SINGH @suhani84

The writer is Senior Associate Editor, India Today.

Comment