বিদ্যুৎমন্ত্রীর গাওয়া গানে ও মুনমুন সেনের কমেডিতে জমজমাট এই বসন্ত
চরিত্রটা ভালো লাগে তাই সিনেমাটি করতে রাজি হলে অভিনেত্রী মুনমুন সেন
- Total Shares
ছবির নাম 'আবার বসন্ত বিলাপ' হাসির মোড়কে একটি মজার বাংলা ছায়াছবি। ছবিটির মাধ্যমে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করেছি সেটা হল একজনের জীবনে প্রেম এলে তাঁর জীবনে বসন্ত যে কোনও সময়ই আসতে পারে।
ছবি সৌজন্যে: ছন্দসী ক্রিয়েশনস
ছবিটির নাম যদিও আবার বসন্ত বিলাপ হলেও অপর্ণা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত ১৯৭৩ সালে মুক্তি পাওয়া 'বসন্ত বিলাপ' ছবিটির সিক্যুয়াল বা রিমেক কিন্তু আমাদের ছবি 'আবার বসন্ত বিলাপ নয়। তবে আমার পুরোনো দিনের সেই অতি জনপ্রিয় ও নজর ছবিটিকে সম্মান জানিয়ে এই ছবিটি বানিয়েছি। পাশাপাশি এই নতুন বসন্ত বিলাপের পুরোনো ছবিটির সঙ্গে গল্পেরও কোনও মিল নেই।
এই ছবিটিতে বসন্ত বিলাপ হল একটি প্রকাশনী সংস্থা বা প্রিন্টিং প্রেসের নাম। ওখানের ম্যানেজারের নাম হল প্রাণপ্রিয় এবং প্রুফরিডারের নাম অনাদি। অবিবাহিত পড়ান সব সময় প্রুফরিডার অন্যদিকে তাঁর চাকরি চলে যাওয়ার ভয়ে দেখান। তাঁদের জীবন একরকম ভাবে বেশ চলছিল তবে বিভ্রাট শুরু হয় যখন শকুন্তলা দেবী নিজের লেখা বই চাপাতে ওই প্রেসে আসেন। পরানের প্রাণ হরণ করেন লেখিকা শকুন্তলা দেবী আর এর ফলে পরান সর্বক্ষণ অনাদিকে একটা সন্দেহের চোখে দেখতে শুরু করে। শুরু হয় প্রেমের আনাগোনা। বিভিন্ন বয়সের প্রেমকে ঘিরেই ছবিটি এগিয়েছে।
'৬১ নম্বর গড়পার লেন'-এর পর পরিচালক দ্বয়র এটি দ্বিতীয় বাংলা ছবি। আমি ছাড়াও ছবিটির আর একজন পরিচালক হলেন রাজেশ দত্ত। বাংলার দর্শকদের জন্য একটা উপরি পায়না হল ছবিটিতে আবার অনেকদিন পর দেখা যাবে অভিনেত্রী মুনমুন সেনকে। ছবিটিতে মুনমুন সেন একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 'আবার বসন্ত বিলাপে' তিনটে বয়সের তিনটি প্রেমের গল্পকে এক সুতোয় বাঁধা হয়েছে।
ছবি সৌজন্যে:ছন্দসী ক্রিয়েশনস
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার ও অভিনেতা অনুভব কাঞ্জিলাল। যদিও অনুভব কাঞ্জিলালের প্রথম ছবি এটি। ছবিতে প্রুফরিডার অনাদির ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, পরাণপ্রিয়র চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা দেবীর চরিত্রে আমরা অভিজ্ঞ অভিনেত্রী মুনমুন সেনকে দেখতে পাব। একটি বিশেষ চরিত্রে থাকছেন মীর আফসার আলি। ছবিতে মীরের নাম ডিম্পি স্যার যিনি একটা কোচিং সেন্টার চালান। যেখানে তিনি শুধু মেয়েদের পড়ান। ছাত্রদের প্রবেশাধিকার নিষেধ কারণ ছেলেদের সে পছন্দ করেন না। তবে ছেলেদের যে তাঁর একদম পছন্দ নয় সেটা বললেও ভুল হালকা একটা আগ্রহ আছে বৈকি।
ছবি সৌজন্যে:ছন্দসী ক্রিয়েশনস
এছাড়া সিনেমাতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন বিহু মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার ও মৌসুমী সাহাও।
বসন্ত বিলাপ নামের মধ্যে একটা নস্ট্যালজিয়া আছে, প্রেম আছে, মজা আছে। একটু ভেঙে বললে, বসন্তের মধ্যে প্রেম আছে। এই সবের মিশেলে আবার বসন্ত বিলাপ। এছাড়াও ছবিটির মধ্যে দর্শক আমাদের অতি পরিচিত তবে প্রায় অবলুপ্ত পাড়া কালচারকে দেখতে পাবে। সিনেমা জুড়ে শুধুই আনন্দ, মজা, কমেডি ও প্রেম।
ছবি সৌজন্যে:ছন্দসী ক্রিয়েশনস
কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ আমার লেখা। ক্যামেরায় সৌভিক বসু, আর্ট ডিরেক্টর দেবাশিস দেবনাথ, সংগীত পরিচালক শুভদীপ দাশগুপ্ত। ছবিটির আর একটা বিশেষ চমক হল আবার বসন্ত বিলাপের সমাজের কয়েকজন গুণী মানুষ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চিকিৎসক সৌরভ কোলে ও এডভোকেট জেনারেল কিশোর দত্ত সিনেমার টাইটেল ট্রাকটি গেয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের গাওয়া গান ‘হাসছি আমি হাসছ তুমি, হাসছে সারা জন্মভূমি’ গানটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।
ছবি সৌজন্যে:ছন্দসী ক্রিয়েশনস
একদম নতুন ধরনের একটি বিষয় নিয়ে আমাদের এই আবার বসন্ত বিলাপ ছবির গল্প। আমি ধন্যবাদ দেব মুনমুনদি, পরাণদা, খরাজদা ও মীরকে।